For the best experience, open
https://m.kolkata24x7.in
on your mobile browser.
Advertisement

Antonio Lopez Habas: ওয়াকি-টকিতেই বেঙ্গালুরুকে 'গোল' দিলেন হাবাস

04:09 PM Apr 12, 2024 IST | Pritam Santra
Advertisement

Advertisement
   

তিনি না থেকেও আছেন। অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) মোহনবাগান সুপার জায়ান্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা পদে পদে বোঝা যাচ্ছে। অসুস্থ শরীর নিয়েও ফুটবলারদের উদ্দেশ্যে নির্দেশ দিয়ে গিয়েছেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ। তাঁর দেখানো পথে হেঁটে বেঙ্গালুরু এফসিকে চার গোল মোহনবাগান সুপার জায়ান্টের।

Advertisement

বিগত কয়েক দিন ধরে অসুস্থ মোহনবাগান সুপার জায়ান্টের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। ম্যাচের সময় মাঠেও উপস্থিত থাকতে পারছে না। ম্যাচের দিন কিংবা সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকছেন হাবাসের ডেপুটি। মাঠে না থাকলেও ফুটবলারদের কাছে হাবাসের নির্দেশ পৌঁছে যাচ্ছে ঠিকই।

সাইড লাইনের ধারে না থেকেও খেলার প্রতিটা মুভমেন্টের ওপর তীক্ষ্ণ নজর রেখেছেন লোপেজ হাবাস। অসুস্থ শরীরেও ম্যাচের খুঁটিনাটি উঠে যাচ্ছে তাঁর নোটবুকে। প্রয়োজনে হাতে তুলে নিচ্ছেন ওয়াকি-টকি। বলে দিচ্ছেন ম্যাচের পরিকল্পনা।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৪-০ গোলে জেতার পর মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন বাগান অধিনায়ক শুভাশীষ বসু। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, "হাবাস আমাদের মেইন ম্যান। ম্যাচ চলাকালীন তিনিই আমাদের নির্দেশ দিচ্ছিলেন। ওয়াকি-টকিতে বলে দিচ্ছিলেন আমাদের কী করতে হবে। ফলাফল এখন আপনাদের সামনে রয়েছে।"

বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৪-০ গোলে জেতার পর লিগ শিল্ড জয়ের দৌড়ে এখনও রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। শিল্ড জয়ের দৌড় থেকে আর এক কদম দূরে রয়েছে ক্লাব। মুম্বই সিটি এফসিকে আগামী ১৫ তারিখের ম্যাচে হারাতে পারলেই শিল্ড চলে আসবে গঙ্গা পারে তাঁবুতে।

Advertisement
Tags :
Advertisement

.