For the best experience, open
https://m.kolkata24x7.in
on your mobile browser.
Advertisement

মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নামবে আকাশ কাঁপানো বৃষ্টি, দুমদাম বাজ পড়বে

03:41 PM Jun 11, 2024 IST | Sweta Mitra
মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নামবে আকাশ কাঁপানো বৃষ্টি  দুমদাম বাজ পড়বে
Advertisement

আর মাত্র কয়েক ঘণ্টা, ব্যস তারপরেই ধেয়ে আসছে কাঁপানো বৃষ্টি (Heavy Rainfall)। হ্যাঁ এমনই পূর্বাভাস জারি করল আইএমডি (IMD)। আজ মঙ্গলবার দুপুরে আইএমডির তরফে এক বিশেষ বুলেটিন জারি করা হয়েছে।

Advertisement
   

এই বুলেটিন অনুযায়ী, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ১১-১৩ জুনের মধ্যে ভারী থেকে অতি ভারী এবং ১৪ জুনবে ভারী (৬৪.৫- থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে সিকিমে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। অনেকের মৃত্যুও হয়েছে। এরইসঙ্গে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, জম্মু বিভাগ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, উত্তর প্রদেশের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।

Advertisement

এরপর আগামী ১৪ জুন উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা এবং উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশার কিছু অংশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ফলে সকলকে সাবধানে থাকার পরামর্শ জারি করেছে হাওয়া অফিস।

Advertisement
Tags :
Advertisement

.