For the best experience, open
https://m.kolkata24x7.in
on your mobile browser.
Advertisement

বাঁশ নয়! জীবনে সুখের মুখ দেখতে "বাঁশের পরিচর্যা"

11:15 PM Jun 09, 2024 IST | Digital Desk
বাঁশ নয়  জীবনে সুখের মুখ দেখতে  বাঁশের পরিচর্যা
Advertisement

'লাকি বাম্বু' (Lucky Bamboo) নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন । কেউ বলেন এই গাছ ছায়াতে রাখতে, আবার কেউ বলেন রোদে রাখতে ... কনফিউশন- এর শেষ নেই এই গাছ নিয়ে!! ইন্টারনেট এর দুনিয়ায় নানা রকম ভিডিও দেখে যে কোনও বিষয়ে ওপর ওপর গবেষণা করা আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে। তাতে যে কোনও দামী জিনিস নষ্টও হচ্ছে। যদি সঠিকভাবে কোনও জিনিসকে রাখা যায় তাহলে সেই জিনিস শোভা দেওয়ার পাশাপাশি আমাদের অনেক

Advertisement
   

অবশ্যই পশ্চিমবঙ্গ আর লাদাখে লাকি বাম্বুর পরিচর্যার নিয়মাবলী এক হবে না। আপনি পশ্চিমবঙ্গে বসবাস করে যদি লাদাখে থাকেন এমন কারো লেখা পরে ভাবেন যে লাকিবাম্বুর পরিচর্যা সেইভাবে করলে আপনার গাছ ভালো থাকবে তবে গাছ না কেনাই ভালো। যারা কলকাতা ও শহরতলীতে থাকেন তারা লাকি বাম্বু কিনলে প্রথম থেকেই নীচের নিয়মাবলী মেনে চলুন। গাছ থাকবে ভালো মনও থাকব সতেজ।

Advertisement

​কিভাবে রাখবেন: অনেকেই জেলি বা রঙিন পাথর দিয়ে লাকি বাম্বু রাখেন। পাথর বা বালি কোনোটাই দেবেন না। এর ফলে গাছের গোড়া বা মূল নষ্ট হয়ে যায়। খেয়াল করে দেখবেন যে লাকি বাম্বুর রুটগুলো,যেগুলো একদম নতুন বেড়াচ্ছে; সেগুলো সাদা সাদা সরু সুতোর মতো আর খুব নরম হয়। একটু টান পরলেই এগুলো ছিঁড়ে যায়। পাথর দিলে এই নতুন রুট গুলো নষ্ট হয়ে পচতে শুরু করে। ওখান থেকেই ৯০% ইনফেকশন ছড়ায়। গাছের স্টিক হলুদ হয়ে যায় ব্যাকটেরিয়াল ইনফেকশন এর কারণে। আর রুট নষ্ট হওয়া এই ব্যাকটেরিয়াল ইনফেকশন এর একটা বড় কারণ । ইন্টারনেট ঘেঁটে লাকি বাম্বুর এই ব্যাক্টেরিয়ার সম্পর্কে জানতে পারেন।

Lucky Bamboo Care Guide

​জেলি রাখতে পারেন, কিন্তু খুব কম। আগে বুঝতে হবে লাকি বাম্বু গাছের জন্য জেলির প্রয়োজন কোথায়। জেলি গাছের জল ধরে রাখে । ধরুন,বেড়াতে যাবেন সপ্তাহ দু'য়েক-এর জন্য । সেই সময় গাছের তলায় জেলি দিতে পারেন। এআর গাছে জল দিয়ে নিশ্চিন্তে ঘুরতে যেতে পারেন। তবে জেলি যেনো রুট এর নীচে থাকে। জেলি রুট কে ঢাকা দিয়ে দিলেই রুট পচতে শুরু করবে আর স্টিক হলুদ হয়ে গাছ নষ্ট হয়ে যাবে।
মোটের ওপর, কাঁচ বা পোরসেলিন এর বাটিতে শুধু জল দিয়ে রাখলে লাকি বাম্বু সবথেকে ভালো থাকে ।
​এখন প্রশ্ন হল, জল না মাটি ? জল হলে কিরকম জল আর মাটি হলে কিরকম মাটি ব্যবহার করতে হবে।

প্রথম কথা আপনি লাকি বাম্বু মাটিতে রাখবেন কেন? খুব বেশি হাউসপ্লান্ট কিন্তু জলে এত সুন্দর হয় না। এই একদুটো গাছ পাওয়া যায় যারা কিনা শুধু জলে হয়,সেটাকেও কিনা আপনারা মাটিতে বসাতে চান! তবে লাকি বাম্বু জল ও মাটি দুটির ওপরই হয়। কিন্তু এই ২ রকম গাছ জাতে আলাদা হয়।

​প্রথমেই আসি জল এর ব্যাপারে। এটা খুব গুরুত্বপূর্ণ। কল বা ট্যাপ এর জল একদম দেবেন না । কলকাতা বা তার আশেপাশে অনেক জায়গার জলে আয়রন থাকে। আয়রন বা ক্লোরিন যুক্ত জল লাকি বাম্বু গাছে দিলেই গাছ নষ্ট হয়ে যাবে। আয়রন বা ক্লোরিন যুক্ত জলকে কমপক্ষে ৩ থেকে ৪ দিন খোলা জায়গায় ফেলে রেখে তারপর সেটা হচ্ছে দিতে পারেন ।খোলা জায়গায় রাখলে ক্লোরিন বা আয়রন উবে যায়,বাকি মিনারেল থাকলেও খুব বেশি সমস্যা হয় না।

​সবথেকে ভালো হয় যদি গাছে মিনারেল ওয়াটার দিতে পারেন। ৩০ টাকার একটা জল কিনলে ৩ মাসের মতো সব গাছে জল দেওয়ার কাজ অনায়াসে চলে যাবে । সেটা না পারলে, নরমাল প্যাকেজ খাবার জলও দিতে পারেন। কিন্তু ট্যাপ ওয়াটার একদমই ব্যবহার করবেন না।

​আরও একটা টোটকা হল, ধৈর্য্য থাকলে করতে পারেন । সেটা হলো বৃষ্টির জল। আচমকা বৃষ্টির জল নয়, এতে অ্যাসিড এর পরিমান বেশি থাকে। তবে এই জল ধরে রাখতে পারলে এবং পরে তা ব্যবহার করলে, এর থেকে ভালো জিনিস আর হয় না। সুতরাং, মিনারেল ওয়াটার বা বৃষ্টির জল সবথেকে ভালো লাকি বাম্বুর জন্য ।
​কতটা জল দিতে হবে এই গাছে?
খুব কম জল দিতে হবে এই গাছে ।
​তবে কতটা কম জল দিতে হবে?

জল এমনভাবে দিতে হবে যেন রুট সবটা যেন জলের তলায় না থাকে। জল বেশি হলে রুট পচতে শুরু করে । এক-দু'দিন অন্তর জল দিতে হবে। তবে, একদম জল শুকিয়ে গেলেও ক্ষতি নেই, বরং ওতে নতুন রুট গজায় আর গাছ বড় ও ঝাঁকড়া হয়।
অদ্বৈত বেদান্ত মতে, আপনি আর আপনার গাছ একই সুপ্রিম কনসাসনেস এর আলাদা আলাদা মেনিফেস্টেসন । এফর্ট দিলে আপনি পারবেন আপনার গাছ এর সাথে একটা সম্পর্ক তৈরি করতে । মনে রাখবেন "Less is more."
​লাকি বাম্বু রোদ এ রাখবেন কি রাখবেন না?

অবশ্যই লাকি বাম্বু রোদ, আলো, জল, হওয়া খেলে এমন জায়গায় রাখতে পারেন। তবে অবশ্যই মনে রাখতে হবে,
দুপুর এর কড়া রোদ যেন না লাগে। রোদ পেলে পাতা ভালো থাকে , গাঢ় সবুজ হয়।
​তবে একান্তই যদি এই গাছকে ইন্ডোর এ রাখতে চান তাহলে ঘরে যেন উজ্জ্বল আলো পায়।
​লাকি বাম্বু গেছে কি সার দেবেন?

এই গাছে কোনও রকম সার, ভার্মি কম্পোস্ট কিছু দেবেন না। এই গাছের একটাই খাবার তা হল জল। সেই জন্যই মিনারেল ওয়াটার এই গাছের জন্য ভালো।
​সপ্তাহে একদিন ভালো করে পাতাগুলো আর রুট গুলো জলে ধুয়ে দেবেন যাতে ধুলোর অস্তরণ না থাকে।
​কোনও পাতা হলুদ হয়ে গেলে কাচি দিয়ে ট্রিম করে দেবেন। কোনও স্টিক হলুদ হয়ে গেলে ফেলে দেবেন।

Advertisement
Tags :
Advertisement

.